ইরান ও ওমানের ৬০০ কোটি ডলার মূল্যের চুক্তি স্বাক্ষরিত
ইরান ওমানের সাথে ৬০০ কোটি ডলার মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। আজ ইরানের সংবাদ মাধ্যমগুলি এই সম্পর্কে জানিয়েছে। ইরানের তেল ও গ্যাস মন্ত্রী বিজান তানগেনের ভাষ্য অনুযায়ী, ইরান গ্যাস সরবরাহ করা শুরু করবে দুই বছর পর থেকে এবং স্বাক্ষরিত চুক্তির মেয়াদ ২৫ বছর। তার কথায় প্রাকৃতিক গ্যাসের রপ্তানী ও গ্যাসের এত বড় পাইপ-লাইন নির্মান তেহরান ও ম্যাস্কটের মধ্যে সবচেয়ে বিপুল ঐতিহাসিক সহযোগিতা।