র্যাংকিংয়ে ২ নম্বরে উঠে এলো পাকিস্তান
ঢাকায় বাংলাদেশকে ১-০, শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ২-১, আরব আমিরাতে ইংল্যান্ডকে ২-০ ! পাকিস্তানের হ্যাটট্রিক এই সিরিজ জয়েই বোঝা যায় টেস্ট ক্রিকেটে কতটা শক্ত অবস্থানে পাকিস্তান। শুধু এই তিনটিই নয়, নিউজিল্যান্ডের সাথে সিরিজ ড্র মাঝখানে বাধ না সাধলে, ২০১৫ তে খেলা ৫টি সিরিজই হতো পাকিস্তানের। নিউজিল্যান্ডের সাথে ড্র করার ঠিক আগের সিরিজেই যে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে পর্যদুস্ত করেছিল পাকিস্তান।
২০১৪-২০১৫ সেশানে পাকিস্তানের এই স্বপ্নের মতো যাত্রায় আরো একটি সফলতা যুক্ত হলো র্যাংকিংয়ে আরো একধাপ এগিয়ে আসার মধ্যদিয়ে। ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে ২ নম্বরে উঠে এলো পাকিস্তান। ১ নাম্বারে অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার (১২৫) চেয়ে ১৯ রেটিং কম পাকিস্তানের (১০৬)। একই (১০৬) রেটিং নিয়ে পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ খেলায় ৩ নাম্বারে অস্ট্রেলিয়া।
ওয়ানডে ক্রিকেটে প্রথম তিনটি স্থান যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ৯ এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ রয়েছে ৭ নাম্বার অবস্থানে।