কানাডার মন্ত্রিসভায় ১৫ পুরুষ ১৫ নারী
কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। মন্ত্রিসভায় ১৫ জন নারী ও ১৫ জন পুরুষের মধ্যে বেশিরভাগের বয়স ৫০ বছরের নিচে। কানাডার জাতিগত বৈচিত্র্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘কানাডার মন্ত্রিসভা দেখতে কানাডার মতোই হওয়া উচিত।’ কানাডায় দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জাস্টিন ট্রুডোর পিতা পিয়েরে এলিয়ট ট্রুডো। মাত্র ৪৩ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়ে নারী মন্ত্রীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ। এছাড়াও সংসদ সদস্য হিসেবে রয়েছেন দুজন আদিবাসী সদস্য ও তিন শিখ রাজনীতিবিদ। গত বুধবার শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রুডো বলেন, ‘আমি দুঃখিত বাবা, আমার চিন্তাভাবনা তোমার মতো নয়, বরং আমার পরবর্তী প্রজন্মের মতো, যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে কঠিন পরিশ্রম করবে।’