মুসলিমবিদ্বেষী শেফের ৪ মাসের জেল
বাসে এক মুসলমানের সাথে বাজে ব্যবহার করায় লন্ডনের এক শেফকে চার মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার শিকার বয়স্ক ব্যক্তিটি জন্মসূত্রে তুর্কি। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
তুর্কি বৃদ্ধটি ওয়াকিং ফ্রেমের সাহায্যে হাঁটেন। সেটি নিয়ে বাসে উঠার পরই ২৫ বছর বয়সী কাশিফ স্যামুয়েলস তার সাথে বাজে আচরণ করেন। বৃদ্ধের ওয়াকিং ফ্রেমটি সামনে থেকে সরাতে বলেন। কিন্তু বয়স্ক ব্যক্তিটি তা না করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাকে বলে, ‘এই দেশ থেকে দুর হো। তোর নিজের দেশে যা।’
হুমকি দেয়, তুই কী করবি? তুই আমার কিছু করতে পারবি না।
‘তোর ভাষা তো এখানে কেউ বুঝে না। বুঝবেও না কারণ তুই তো সবার মতো না।’
এক পর্যায়ে বয়স্ক ব্যক্তির ওয়াকিং ফ্রেমটি বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় সে।
এ সময় এক যাত্রী পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেন। পরে এটি ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখে কাশিফ স্যামুয়েলস পুলিশের কাছে আত্মসম্পর্ণ করেন। পরে আদালত তাকে চার মাসের কারাদণ্ড দেয়।
নিজের ভুল স্বীকার করে কাশিফ বলেন, আমি অনেক বড় ভুল করেছি। ইউটিউবে ভিডিওটি দেখে আমার অনেক বন্ধু-বান্ধব ফোন দেয়। পরে নিজের ভুল বুঝতে পেরেছি।
আদালতে বাদী পক্ষের মেলভিন ব্রিয়ান্ট বলেন, যত যাই বলুন, এটি কোনোভাবেই মেনে নেয়া যায় না। আপনি একজন মুসলমানকে এ ধরণের বিদ্বেষমূলক কথা বলতে পারেন না, তার জিনিসপত্র বাস থেকে ফেলে দিতে পারেন না। এ ধরণের বিদ্বেষমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।