মার্কিনীদের চাকরি কেড়ে নিচ্ছে ভারত-চীন
ভারত ও চীন আমেরিকার চাকরির বাজার কেড়ে নিচ্ছে বলে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি মার্কিন নাগরিকদের তাদের চাকরি ফিরিয়ে দেয়ার অঙ্গীকার করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ভারত ও চীন থেকে কিভাবে চাকরির বাজার ফিরিয়ে আনবেন এ ব্যাপার নির্দিষ্ট কোনো পলিসির কথা বলেননি। ধারণা করা হচ্ছে, হিসপানিক সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য তিনি এ কথা বলেছেন। সফল আবাসান ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি হিস্পানিকদের সমর্থন পেতে যাচ্ছি কারণ তারা জানে, আমি তাদের জন্য ভারত ও চীনসহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর চাকরি ফিরিয়ে আনতে যাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও চায়না আমাদের চাকরিবাজার দখল করে আছে। কিন্তু আপনি কিভাবে এই কাজটা করবেন? আপনি কি নির্দিষ্ট করে বলতে পারবেন কিভাবে এই কাজটি করতে চাচ্ছেন? এ রকম প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট করে বলতে পারি। দেখুন, আমাদের কর পদ্ধতি বদলাতে হবে। আমরা বিশ্বের সর্বোচ্চ কর প্রদানকারী দেশ।