যুক্তরাষ্ট্রের হোটেলে পুতিনের সাবেক সহকারীর লাশ

Lesinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক সহকারী মিখাইল লেসিনের (৫৭) মৃতদেহ পাওয়া গেছে ওয়াশিংটনের ডুপন্ট সার্কেল হোটেল থেকে। তিনি রাশিয়ার সাবেক তথ্যমন্ত্রী ও শক্তিশালী গ্যাজপ্রম মিডিয়া হোল্ডিং গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাশিয়ার গণমাধ্যম রিয়া নভোস্তি ও টাস সংবাদ সংস্থা লেসিনের পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
লেসিন স্ত্রী ছাড়াও এক সন্তান ও এক কন্যা রেখে গেছেন বলে জানিয়েছে রিয়া নভস্তি।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, দুপোন্ট সার্কেল হোটেলে মি. লেসিনের মরদেহ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের পুলিশ তার মৃত্যুর তদন্ত করছে।
বিবিসির খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে লেসিননে রাশিয়ার মিডিয়া বাজারে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। লেসিনের মৃত্যুতে শোক জানিয়ে দেশটির আধুন মিডিয়া গঠনে তার কৃতিত্বের প্রশংসা করেন প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার সরকার সমর্থিত ইংরেজি ভাষার নিউজ নেটওয়ার্ক রাশিয়া টুডে সৃষ্টির কৃতিত্ব সম্পূর্ণ লেসিনের। তিনি ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাশিয়ার প্রেস, টেলিভিশন ও রেডিও বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপে সরকারের পক্ষে দায়িত্ব পালনকালে লেসিন বিপুল সম্পদের মালিক হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button