সমকামিতার বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ৬৬ বছর বয়সী এক নারী পৃথিবীর সব সমকামীর বিরুদ্ধে মামলা করার কথা বলেছেন। ওই মামলায় তিনি ফেডারেল জাজ বা কেন্দ্রীয় বিচারককে অনুরোধ করেছেন যে, সমকামিতা একটি অপরাধ এমন ঘোষণা দিতে। বিখ্যাত টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, ওই নারীর নাম সিলভিয়া দৃশকেল। তিনি বলেছেন, মামলা করে নিজেই নিজের আইনজীবী হিসেবে লড়াই করবেন তিনি। সম্প্রতি তিনি এ বিষয়ে সাত পৃষ্ঠার একটি পিটিশন লিখেছেন। তবে তাতে যুক্তরাষ্ট্রের কোন আইনের উল্লেখ করেন নি। তিনি লিখেছেন, আমি কখনো ভাবি নি যে, এমন একটি দিন আমাকে দেখতে হবে, যখন আমাদের জাতি, আমাদের নিজেদের রাজ্য নেব্রাস্কার পরিস্থিতি কিছু নোংরা মানুষের জন্য জটিল হয়ে পড়বে। সমকামিতা একটি অপরাধ। তারাও এ অপরাধের কথা জানে।