পুরুষেরও হতে পারে ব্রেস্ট ক্যান্সার
ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি শুধু নারীদের নয়, পুরুষেরও এ রোগ হতে পারে। এমন হুঁশিয়ারি দিয়েছেন ক্যান্সার নিয়ে গবেষণাকারী একজন বিশেষজ্ঞ। তিনি হলেন, সৌদি আরবের ইস্টার্ন প্রদেশের সৌদি ক্যান্সার সোসাইটির মহাসচিব হানান আল গাহিরান।
তিনি বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রতি দু’মাসে একজন পুরুষ পাওয়া যাচ্ছে, যার ব্রেস্ট ক্যান্সার আছে।
তিনি বলেন, এ বিষয়টি সম্পর্কে অনেক পুরুষই সচেতন নন। তারা এক্ষেত্রে মনে করতে পারেন যে, তাদের ব্রেস্ট এলাকায় সন্দেহজনক কোন অসুস্থতা দেখা দিয়েছে।
হানান আল গাহিরান বলেন, জেনেটিক কারণে এবং দুর্বল স্বাস্থ্যের কারণে ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকতে পারে। এ জন্য তিনি নারীর পাশাপাশি পুরুষদেরও নিয়মিত চেকআপের অনুরোধ জানান।
সম্প্রতি সৌদি আরবের আল রশিদ মলে সৌদি ক্যান্সার সোসাইটি আয়োজিত ব্রেস্ট ক্যান্সার বিষয়ক প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।