আমেরিকায় প্রথমবারের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিটি কাউন্সিল গঠন
আমেরিকার মিশিগান স্টেটের হামট্রামক শহরে গতকাল সোমবার অনুষ্ঠিত সিটি কাউন্সিল নির্বাচনে প্রথমবারের মতো ৩ জন মুসলিম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ফলে এই প্রথম আমেরিকার কোনো শহরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিটি কাউন্সিল গঠিত হতে যাচ্ছে।
ঐতিহ্যগতভাবে পোলিশ অধ্যুষিত শহরটির ২২,০০০ ভোটার ৬ সদস্যের প্যানেলে ৩ জন মুসলিম সদস্যকে নির্বাচিত করেন।
নবগঠিত সিটি কাউন্সিল প্যানেলের দুই-তৃতীয়াংশ সদস্যই মুসলিম। কাউন্সিলের মেয়র কারেন মাজেউস্কি একজন পোলিশ।
স্থানীয় একজন কম্যুনিটি নেতা বিল মেয়ের বলেন, ‘কাউন্সিলের মুসলিম সদস্যরা শহরের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। তারা এলাকার স্থিতি, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সাহায্য করেছেন। তাই মুসলিম কাউন্সিলরদের সবাই ভোট দিয়েছে।’
নির্বাচনে মুসলিম কাউন্সিলররা নিরংকুশ বিজয় অর্জন করেছেন। প্রত্যেক মুসলিম প্রার্থী ১,০০০ ভোটের বেশি পেয়েছেন অপরদিকে অন্য ৩ প্রার্থী ৭০০ এরও কম ভোট পেয়েছেন।
হামট্রামক শহরটি মুসলিম ইস্যুতে পূর্ব থেকেই আলোচিত। ২০০৪ সালে এই শহরের কর্তৃপক্ষ লাউড স্পিকারে আজান দেয়ার অনুমতি দিয়ে গোটা যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেসময় সিটি কাউন্সিলে মাত্র ১ জন মুসলিম সদস্য ছিলেন। এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ সিটি কাউন্সিল গঠন হওয়ার পর স্থানীয় মুসলিমরা আরো বেশি অনুকূল পরিবেশে ধর্মীয় অনুশাসন পালনের আশা প্রকাশ করছেন।