এশিয়ার পুঁজিবাজারে দরপতন

Economyবিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম উত্কণ্ঠা দেখা দিয়েছে। এতে এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে দরপতন হয়েছে। গত কয়েকদিন ধরেই বাজারে নিম্নমুখী প্রবণতাও দেখা যাচ্ছে। বিবিসির এক সংবাদে বলা হয়, জাপানের বেঞ্চমার্কে লেনদেনের শুরুতেই নিক্কেই সূচক গতদিনের তুলনায় প্রায় ১ শতাংশ কমে যায়। দক্ষিণ  কোরিয়ার বেঞ্চমার্কে গতকাল কোসপি সূচক ১ দশমিক ৪ শতাংশ পতন হয়েছে। অস্ট্রেলিয়ার বাজারে এসন্ডপি ২০০ সূচকও অনেকটাই কমে গেছে।
এ দিকে, প্রত্যাশার তুলনায় চীনের ভোক্তা মূল্য সূচক বেড়ে যাওয়ায় গতকাল দেশটির বাজারে সূচক ছিল নিম্নমুখী। মঙ্গলবার হ্যাং স্যাং সূচক ১ দশমিক ৪৩ শতাংশ বা ৩২৫ পয়েন্ট কমে অবস্থান করে ২২ হাজার ৪০১ পয়েন্টে। আর সাংহাই কম্পোজিট সূচক কমে অবস্থান করে ৩ হাজার ৬৪২ পয়েন্টে। এ ছাড়া, বিহার ভোটে মোদির হারের ধকল মঙ্গলবারও কাটিয়ে উঠতে পারেনি ভারতের পুঁজিবাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স সূচক ২৬ হাজার ৯৪ পয়েন্ট দিয়ে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত তা আগের দিনের তুলনায় ২৮৪ পয়েন্ট কমে ২৫ হাজার ৮৩৭ পয়েন্টে নেমে আসে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button