ইসরাইলী আগ্রাসন বন্ধে বিশ্ব নেতৃবৃন্দকে উদ্যোগ নিতে হবে
আরব দেশসমূহের পররাষ্ট্র মন্ত্রীরা ইসরাইল-ফিলিস্তিন ন্যায্য প্রস্তাবনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। অনতিবিলম্বে ফিলিস্তিনীদের ওপর অন্যায় আগ্রাসন বন্ধে ইসরাইলকে বাধ্য করতে পদক্ষেপ নেয়ার দাবি জানান মন্ত্রীরা। ইসরাইলি আগ্রাসন শুধুমাত্র দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপরই নেতিবাচক প্রভাব ফেলছে না বরং গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের ভাব মর্যাদা ও শান্তি প্রক্রিয়াকেও ব্যাহত করবে।
আরব মন্ত্রি পরিষদের বৈঠকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড পুনরুদ্ধারে একটি বিশেষ আন্তর্জাতিক প্রতিরক্ষা পদ্ধতি প্রণয়নে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সাথে প্রয়োজনীয় পরামর্শ ও চুক্তি সম্পাদনে একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে ১৯৯৪ সালে গৃহীত প্রস্তাবের ৯০৪ নং ধারার বিধান অনুসরণের প্রতিও গুরুত্ব দেয়া হয় বৈঠকে। ঐ প্রস্তাবে নিরাপরাধ ফিলিস্তিনী নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান এবং ইসরাইল কর্তৃক অধিকৃত অঞ্চল মুক্তকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মন্ত্রিপরিষদ বৈঠকে বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণে আগ্রাসী জায়নবাদীদের অপদখল, ফিলিস্তিনী নাগরিকদের নির্বিচার হত্যা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠানেরও আহ্বান জানানো হয়।
এ পদ্ধতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গ্রহীত প্রস্তাবনা অনুযায়ী জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ফিলিস্তিনের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে প্রণীত রিপোর্টের আলোকে কাজ করতে হবে।
মন্ত্রীরা বিশেষ করে নিরীহ ফিলিস্তিনী নাগরিকদের জায়নবাদী ইসরাইলী অপশক্তির নির্যাতন ও অন্যায় দখলদারিত্বের কবল থেকে রক্ষায় একটি সুনির্দিষ্ট বাস্তবানুগ সিদ্ধান্ত গ্রহণের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। এ লক্ষ্যে জেরুসালেমসহ অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড উদ্ধার, ক্রমবর্ধমান ইহুদী হুমকি ও বর্বরতা বন্ধে ৪র্থ জেনেভে কনভেনের প্রস্তাব বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করারও আহ্বান জানান হয়।
উল্লেখ্য, ৪র্থ আরব-দঃ আমেরিকা শীর্ষ সম্মেলনকে (এএসপিএ) সামনে রেখে গত সোমবার আরব দেশগুলো পররাষ্ট্র মন্ত্রীরা ঐ প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করে।