লন্ডনে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার শুক্রবার শুরু
আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার ২০১৫। এবারের মেলাটি পূর্ব লন্ডনের ওয়াটারলিলি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগৎ-এর যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার শ্লোগান হচ্ছে- ‘ডিজিটাল বাংলাদেশ : এ ল্যান্ড অব অপারচুনিটিজ।’
এবারের মেলায় ৫০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। আয়োজকরা আশা করছেন যে, মেলায় ৫০ হাজারের মতো দর্শনার্থীর আগমন ঘটবে। এছাড়াও পাঁচ হাজার প্রফেশনাল তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। মেলায় ই-কমার্স ওয়েবসাইট, ই-গভ. সার্ভিস, ক্রেডিট কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস, ব্যাংকিং সার্ভিস, ই-এডুকেশন, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, রিয়েল এস্টেট, টেলিকম, কুরিয়ার/ডেলিভারি সার্ভিস, এয়ারলাইন্স, ট্যুরিজম-ট্রাভেল অ্যান্ড হোটেল, ফ্যাশন হাউসসহ অন্যান্য ই-সেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি থাকবেন ব্যারনেস পওলা মঞ্জিলা উদ্দিন, হাউস অভ লর্ডস; পল সুলি, চেয়ারম্যান, এএপিজি অন কারি ইন্ডাস্ট্রি; আব্দুল মাতলুব আহমেদ, প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও ইকবাল আহমেদ ওবিই, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এনআরবি ব্যাঙ্ক।
লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান স্বাগত বক্তৃতা দেবেন। সহ-প্রতিষ্ঠাতা হিসেবে বক্তব্য রাখবেন মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, সিইও, কমপিউটার জগৎ এবং ভোট অব থ্যাঙ্কস প্রদান করবেন মোঃ হারুনুর রশিদ অতিরিক্ত সচিব (আইসিটি অনুবিভাগ)।
মেলায় পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ট্রেড অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনগুলো হচ্ছে- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অর্গানাইজিং পার্টনার হিসেবে থাকছে ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেড।
মেলায় ই-কমার্স বিষয়ক পাঁচটি সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারের পাশাপাশি থাকবে বিটুবি, বিটুসি, জিটুবি বিষয়ক আলাদা সেশন এবং নেটওয়ার্কিং ডিনার।
মেলা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে http://ukbd.e-commercefair.com ঠিকানায় ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে। –বিজ্ঞপ্তি