পণ্য বিক্রিতে আলিবাবার রেকর্ড
চীনে এবারের সিঙ্গেলস ডেতে নিজেদের রেকর্ড ভঙ্গ করেছে ই-কমার্স জায়ান্ট আলিবাবা। ২৪ ঘণ্টার এই ‘ইভেন্টের’ প্রথম ১০ ঘণ্টায়ই ৭.৮৬ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে তারা। গত বছরের এই দিনে তারা ৯.৩ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল।
‘সবচেয়ে বড় দিন’ হিসেবে পরিচিত ‘সিঙ্গেলস ডে’র প্রথম ঘণ্টায় ৩.৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে আলিবাবা, যা তাদের গত বছরে একই সময়ের বিক্রির প্রায় দ্বিগুণ।
দেশটির ন্যানজিং ইউনিভার্সিটির ছাত্ররা ১৯৯৩ সালে ‘অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে নিজেদের জন্য কেনাকাটা করে সিঙ্গেলস ডে উদযাপন করা শুরু করেন।
সঙ্গী বা সঙ্গিনী নেই, চীনের এমন নাগরিকদের জন্য বিশেষ একটা দিন সিঙ্গলস ডে। আলিবাবা এই দিনটিকে পণ্য বিক্রির বার্ষিক ইভেন্ট হিসেবে বেছে নেয় ২০০৯ সালে। প্রতি বছর ১১ নভেম্বর উদযাপিত এই দিন ডাবল ইলেভেন নামেও পরিচিত। চীনের খুচরা বিক্রেতাদের কাছে দিনটি বছরের বড় ধরনের ইভেন্টে পরিণত হয়েছে। -বিবিসি