যাত্রীবাহী বিমানের ওপর উপগ্রহ থেকে নজরদারির সিদ্ধান্ত

বিশ্বের ১৬০টির বেশি দেশ যাত্রীবাহী বিমানের ওপর কৃত্রিম উপগ্রহ দিয়ে নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৩ সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ৩৭০’র মতো ঘটনা ঠেকাতে এ জাতীয় নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে বলে এসব দেশ জানিয়েছে। জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আইটিইউর মহাসচিব হোলিন ঝাও এক বিবৃতিতে বলেছেন, অতি অল্পসময়ে এ বিষয়ে চুক্তিতে পৌঁছে যাত্রীবাহী বিমানের ওপর নজর রাখা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগে সাড়া দেয়া হয়েছে। এতে আরো বলা হয়, রহস্যজনকভাবে এমএইচ৩৭০’র নিখোঁজ হওয়ার বিষয়টি এ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাপক প্রভাবে ফেলেছে। মালয়েশিয়া এয়ারলাইন্সের চীনগামী বোয়িং-৭৭৭ বিমানটি ২০১৩ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে ২৩৯ আরোহী নিয়ে ওড়ার প্রায় ১ ঘণ্টা পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর কয়েকটি দেশ সম্মিলিতভাবে নজিরবিহীন অনুসন্ধান তৎপরতা শুরু করলেও এ পর্যন্ত বিমানটি সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button