মালয়েশিয়ায় দ্বিতীয় পর্যায়ে কর্মী প্রেরণ শুরু
প্রায় চার মাস বিরতির পর আজ থেকে মালয়েশিয়ায় সরকারিভাবে (জি টু জি) দ্বিতীয় পর্যায়ে কর্মী পাঠানো শুরু হচ্ছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনায় হাজি ক্যাম্পে কর্মীদের বিদায় জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সেখানে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানাবেন।
মালয়েশিয়ায় জি টু জি পদ্ধতিতে কর্মী পাঠানোর চুক্তি হওয়ার পর প্রথম পর্যায়ে গত এপ্রিলে ১৯৮ জন কর্মী পাঠানো হয়। এরপর তা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের জনশক্তির অন্যতম প্রধান বাজার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় মালয়েশিয়া নতুন করে ১৭৪ জন কর্মী নেয়ার জন্য ভিসা পাঠায়। এই কর্মীদের প্রথম ফ্লাইট কুয়ালালামপুর যাচ্ছে আজ।
মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কর্মী পাঠাতে সারাদেশে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা হয়। ১৪ লাখ বাংলাদেশী মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। বর্তমানে যারা মালয়েশিয়ায় যাচ্ছেন তারা সবাই প্লান্টেশন (বনায়ন) খাতের কর্মী।