লেবাননে বোমা হামলায় নিহত বেড়ে ৪১
লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার শিয়াদের কমিউনিটি সেন্টারে দুটি বিস্ফোরণই প্রায় একই সময়ে ঘটেছে। বিস্ফোরণস্থলের কাছেই হেজবুল্লাহ পরিচালিত একটি হাসপাতালও রয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আবু ফাওয়ার বলেন, এ হামলায় কমপক্ষে ২০০ জন আহত হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
এদিকে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আত্মঘাতী পোশাক পরা দুই ব্যক্তি এই হামলা চালিয়েছে। তবে দ্বিতীয় বিস্ফোরণের স্থলে তৃতীয় একজনের লাশ পাওয়া গেছে।
লেবাননের ভেতরে হেজবুল্লাহর শক্ত কোনো ঘাঁটিতে একবছরেরও বেশি সময়ের মধ্যে চালানো প্রথম হামলা এটি। সিরিয়ায় চারবছর ধরে চলা গৃহযুদ্ধে হেজবুল্লাহ যখন তাদের অংশগ্রহণ বাড়াচ্ছে ঠিক সেই সময়ে হামলাটি চালানো হল।