ভারত-যুক্তরাজ্য ৯শ’ কোটি পাউন্ডের চুক্তি সই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাজ্য সফরে ৯০০ কোটিরও বেশি পাউন্ডের যৌথ বাণিজ্য চুক্তি সই হয়েছে। গত এক দশকের মধ্যে এ প্রথম ভারতের কোনো সরকার প্রধান আনুষ্ঠানিক সফরে যুক্তরাজ্য এসেছেন। তিন দিনের সফরে ১২ নভেম্বর যুক্তরাজ্য আসেন মোদি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উষ্ণ অভ্যর্থনা জানালেও সেখানে মোদিকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত এবং সংখ্যালঘু জনগোষ্ঠির মানুষদের হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার কারণে ভারতসহ বিশ্বে মোদি ও তার সরকারের কড়া সমালোচনা হচ্ছে।
বিহারে সর্বশেষ স্থানীয় নির্বাচনে মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভরাডুবি তাদের জনপ্রিয়তায় ভাটা পড়ার প্রমাণ দিচ্ছে। লন্ডনের গিল্ডহলে এক বক্তৃতায় মোদি ব্যবসায়ীদের আরো বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
এশিয়ার দ্রুত বর্ধনশীল দেশগুলো বিশেষ করে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করতে আগ্রহী ক্যামেরন।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভারতে সংস্কারের যে চেষ্টা করছেন মোদি তাতে তিনি সমর্থন দিতে চান।
এক সংবাদ সম্মেলনে মোদিকে ক্যামেরন বলেন, ‘এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনায় অর্থনৈতিক সমর্থন দেয়ার ক্ষেত্রে আমরা আপনার এক নম্বর অংশীদার হতে চাই। আমরা চাই লন্ডন ভারতের বাইরে রুপি বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হোক।’
পরে ক্যামেরনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘(মোদির) এ সফরে যুক্তরাজ্য ও ভারতের কোম্পানি যৌথভাবে ব্যবসা করার ঘোষণা দিয়েছে। আর্থিক মূল্যে যা নয়শ’ কোটি পাউন্ডেরেও বেশি।’
এ ছাড়া, দুই দেশ একসঙ্গে গবেষণা প্রকল্পে কাজ করা এবং প্রযুক্তি, বিজ্ঞান, অর্থনৈতিক ও কৌশলগত বিষয় বিনিময়ে একমত হয়েছে। -বিডি নিউজ