প্যারিসে একযোগে হামলা, নিহত ১৬০
ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি হামলায় কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নগরীর কয়েকটি রেস্তোরাঁ, বার, স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলা ঘটে। বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে প্যারিস প্রকম্পিত হয়ে পড়ে।
হামলাকারীরা কালাশনিকভ রাইফেল ব্যবহার করে বলে জানা গেছে।
পুলিশের পাল্টা হামলায় অন্তত তিন হামলাকারী নিহত হয়েছে। কেউ এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি।
জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে।
শহরের একটি এশিয়ার রেস্তোরার সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির এক সংবাদদাতা।
এক বন্দুকধারীকে আধা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন।
হামলাকারীরা বাতাক্লান কনসার্ট হলে শতাধিক লোককে আটক করে রেখেছিল। মধ্যরাতের পর ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সেখানে হামলা চালায়। এ সময় বিপুলসংখ্যক লোক নিহত হন।
যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা ছিল সংঘবদ্ধ। তবে এই হামলা সংঘবদ্ধ এবং পরিকল্পিত কিনা, তা এখনি বলা সম্ভব নয় বলে প্যারিসের পুলিশ জানিয়েছে।