সৌদিতে পেপসির মোড়কে বিয়ারের ক্যান !

beer into Saudi Arabia disguisedপেপসির মোড়কে বিয়ারের ক্যান! তাও একটা দু’টো নয় ৪৮ হাজার। এটা ধরা পড়েছে সৌদি আরবে। আল বাথার সীমান্তে একটি ট্রাককে আটক করে সৌদি আরবের নিরাপত্তা রক্ষিরা। তবে এই ঘটনা সৌদিতে প্রথম নয়। মাস খানেক আগেই এখানে এক ব্যক্তিকে মাদক পাচারের অপরাধে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। তার প্যান্টের ভেতর থেকে উদ্ধার হয় ১২টি মাদকের বোতল। পরে তার কাছ থেকে আরও ১৯ হাজার মাদক পানীয়র বোতল উদ্ধার হয়।
সৌদি আরবের সীমান্ত নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনাতেও এক ব্যক্তিকে আটক করেছে তারা।
আইনত সৌদি আরবে মাদক নিষিদ্ধ হলেও সেদেশের বহু প্রিন্সের বিরুদ্ধেই মাদক গ্রহণের অভিযোগ আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button