অলিম্পিকে নিষিদ্ধ হল রাশিয়া
ডোপিং কেলেঙ্কারি দায়ে অলিম্পিক গেমসসহ সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়াকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)।
রুশ অ্যাথলেটদের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড্রাগ সেবনের’ অভিযোগ ওঠার পর শুক্রবার এই সিদ্ধান্ত নেয় আইএএএফ। ওইদিন রাশিয়াকে নিষিদ্ধ করার পক্ষে সংস্থাটিতে ২২টি ভোট পরে।
এর আগে গত সোমবার অ্যাথলেটিকসে ডোপিং নিয়ে তদন্তকারী আন্তর্জাতিক সংস্থার (ডব্লিউএডিএ) এক কমিশন ‘রাশিয়ায় অ্যাথলেটদের মধ্যে নিষিদ্ধ ওষুধ গ্রহণের ব্যাপারটি তাদের ক্রীড়া সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে’ বলে মন্তব্য করে। রাশিয়ায় অব্যাহতভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিং করা হয় বলেও উঠে আসে কমিশনের প্রতিবেদনে। ওই প্রতিবেদন আমলে নিয়েই রাশিয়াকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা।
শুক্রবারের ভোটাভোটিতে অবশ্য রাশিয়ার আইএএফ কাউন্সিলকে ভোট দিতে দেওয়া হয়নি।
এ বিষয়ে আইএএফ প্রেসিডেন্ট লর্ড কয়ে বলেন, ‘এই পদক্ষেপ আমাদের জন্য জেগে ওঠার এক আহ্বান। আমাদের খেলাগুলো লজ্জাজনক এক পরিস্থিতিতে পড়েছে। আমি এসব খেলায় পরিবর্তনের ওপর জোর দিচ্ছি। সরাসরি একটি কথাই বলতে চাই, আমাদের কিছু কঠিন শিক্ষা নিতে হবে।’
বহিষ্কারাদাশকে ‘সাময়িক’ হিসেবে বর্ণনা করে এটি সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো।