কানাডার মসজিদে উদ্দেশ্যমূলক অগ্নি সংযোগ

Canada Mosqueকানাডায় একটি মসজিদে উদ্দেশ্যমূলক ভাবে আগুন দেয়া হয়েছে। এ ঘটনাকে ইসলাম বিদ্বেষী তৎপরতা হিসেবে দাবি করেছেন স্থানীয় মুসলমানরা।
কানাডার কেন্দ্রীয় ওনটারির প্রদেশের ওটোনাবি নদীর পাড়ে পিটারবোরো নগরীর মসজিদ আস-সালামে এই আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
নগরীর একমাত্র মসজিদটি শনিবার স্থানীয় সময় রাত প্রায় ১১টায় আগুন দেয়া হয়। এ ঘটনার তদন্ত এখনো চলছে বলে পুলিশ জানিয়েছে।
আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি কিন্তু মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত মসজিদটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। মসজিদ আস-সালামে কেন আগুন দেয়া হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত তা বের করার জন্য তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।
এদিকে, স্থানীয় সূত্র থেকে বলা হয়েছে, মসজিদ মেরামতে ৮০ হাজার ডলার লাগবে বলে মনে করা হচ্ছে। এ জন্য চাঁদা এবং দান সংগ্রহ করছেন স্থানীয় মুসলমানরা।
নগরীর মেয়র এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি আরো বলেছেন, বিদ্বেষের কারণে যদি মসজিদে আগুন দেয়া হয়ে থাকে তবে তার সঙ্গে কানাডার সাধারণ মানুষের কোনো যোগসূত্র নেই।
প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই কানাডার এ মসজিদে আগুন দেয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button