সিরিয়া নিয়ে ওবামা-পুতিন সমঝোতা
জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় গতকাল রোববার জি-২০ সম্মেলনে অংশ নিয়ে ওবামা ও পুতিন সম্মতিতে পৌঁছেছেন যে সিরিয়ায় তাদের নিজস্ব নেতৃত্ব ও নিজেদের দেশি রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন।
হোয়াইট হাইসের এক কর্মকর্তার বরাত দিয়ে গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।
সিরিয়ায় একটি অস্ত্রবিরতির পর সেখানকার সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলাচনায় মধ্যস্ততা করতে রাজী হয়েছে যুক্তরাষ্ট্র।
জি-২০ সম্মেলনে অংশ নেয়া নেতারা এক নৈশভোজে মিলিত হন। সেখানে সবাই মিলে সহিংস চরমপন্থা মোকাবেলার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
এর আগে সম্মেলনের শুরুতে নিজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দৃঢ়ভাবে বলেন, ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করতে যুক্তরাষ্ট্র সের্বাচ্চ চেষ্টা করবে। সেইন সঙ্গে সিরিয়ায় একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতেও চেষ্টা করা হবে।
সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনা ছাড়াও বিশ ¦জুড়ে জলবায়ু পরিবর্তন ইস্যুতেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
জি-২০ সম্মেলনের শুরুতে শুক্রবার প্যারিসে চালানো বন্দুক হামলায় নিহত ১২৯ জনের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন বিশ্ব নেতারা। এছাড়া অক্টোবর মাসে তুরস্কের আঙ্কারায় রেলস্টেশনে চালানো বোমা হামলায় নিহত ১০২ জনের প্রতিও শ্রদ্ধা জানানো হয়।