নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেনের একটি আদালত। ২০১০ সালে ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে নৃশংস হামলার দায়ে নেতানিয়াহুসহ ইসরাইলের বর্তমান এবং সাবেক ৭ কর্মকর্তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক আইন লংঘন করে চালানো ওই হামলায় ৯ তুর্কি ত্রাণকর্মী নিহত হন। এছাড়া ছয় জাহাজের এ বহরের অন্যান্য জাহাজও হামলার শিকার হয়। ওই সময় জাহাজ বহরে থাকা স্পেনের তিন অধিকার কর্মীকেও গ্রেফতার করে ইসরাইলি সেনারা।