যুক্তরাষ্ট্রে মসজিদ বন্ধের পক্ষে ট্রাম্প
যুক্তরাষ্ট্রে কিছু মসজিদ বন্ধ করে দেয়ার পক্ষে মার্কিন ধনকুবের ও রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে কিছু মসজিদ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়ভাবে বিবেচনা’ করা উচিত।
প্যারিসের ভয়াবহ হামলার পর সোমবার ‘এমএসএনবিসি’কে দেওয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, মসিজদে গিয়ে আপনাকে অবশ্যই দেখতে হবে এবং জরিপ করতে হবে সেখানে কি হয়। কারণ সেখানে অনেক ধরনের আলোচনা হয়। তবে কি নিয়ে আলোচনা হয় সেটা তিনি সরাসরি বলেননি।
একই দিন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস বলেছেন, যে সব মসজিদ এবং গ্রুপ দেশের মূল্যবোধে আঘাত করে সে সব বন্ধ করে দেয়া উচিত।
ভালাসের কথার প্রসঙ্গ তুলে ‘এমএসএনবিসি’ প্রশ্ন করে, তিনি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে এটা করতে কি-না? উত্তরে ট্রাম্প বলেন, এটা যদিও ঘৃণিত কাজ হতো, কিন্তু কিছু কাজের ব্যাপারে আপনাকে দৃঢ়ভাবে বিবেচনা করতে হবে।