পাকিস্তানে ৩৩৯ দফা ড্রোন হামলায় ৪শ’ সাধারণ মানুষ নিহত
পাকিস্তানে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ৩৩৯ দফা যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালানো হয়েছে। আর এসব হামলায় ৪শ’ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকার সোমবার পার্লামেন্টকে এই তথ্য জানিয়েছে বলে দ্য ডন সংবাদপত্রের এক খবরে বলা হয়েছে। পাকিস্তানের পার্বত্য অঞ্চলে ড্রোন হামলাগুলো চালানো হয়।
তবে এসব হামলায় ঠিক কতজন সন্ত্রাসী-জঙ্গি নিহত হয়েছে সেই পরিসংখ্যান উল্লেখ করা হয়নি। বিষয়টিকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে সরকার এর বিরুদ্ধে সমমনা সংগঠন, দেশ ও জাতিসংঘের ওপর চাপ তৈরির ক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করেছে তা পার্লামেন্টে আলোকপাত করা হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খুররম দস্তগির খান বিষয়টি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের জন্য নথিবদ্ধ করেন।
দেশটির মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) নাবিল গ্যাবল পার্লামেন্টে সারতাজ আজিজের ধারাবাহিক অনুপস্থিতির সমালোচনা করে তার উপস্থিতি নিশ্চত করতে স্পিকারের প্রতি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্রোন হামলা অব্যাহত রাখার ব্যাপারে পাকিস্তান সরকার কোনো গোপণ সমঝোতা করেছে কি না এ বিষয়ে পার্লামেন্টে হইচই শুরু হলে স্বরাষ্ট্রমন্ত্রী দস্তগির খান তা অস্বীকার করে বলেন, ড্রোন হামলার ব্যাপারে সরকার পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো লিখিত চুক্তিনামা খুঁজে পায়নি।
কিন্তু এটাই নিরাপদ ভাবনা যে, পূর্ববর্তী দুই সরকার এ ব্যাপারে নীরব সমর্থন দিয়ে গেছে। কারণ তারা কখনোই বিষয়টির বিরুদ্ধে সোচ্চার ছিল না।