হিজাবে দেশপ্রেম?
প্যারিস হামলার পর ইউরোপে তো বটেই, যুক্তরাষ্ট্রেও মুসলিমবিরোধী সেন্টিমেন্টের পালে হাওয়া লেগেছে। তবে সেখানে সম্প্রীতির অন্যরকম বন্ধন গড়তে চান এক মার্কিন নারী। রিপাবলিকান মুসলিম কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সাবা আহমেদ মুসলমানদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের দাবি আদায়ে নেমেছেন। মার্কিনিদের বোঝাতে চাইছেন, মুসলিম মানে সন্ত্রাসী নয়। তারাও সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক। সেটি প্রমাণ করতেই সাবা আহমেদ ফক্স নিউজের মেগিন কেলির একটি খবরবিষয়ক প্রোগ্রামে উপস্থিত হয়েছেন মার্কিন পতাকায় বানানো একটি হিজাব পরে।
সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে সাবা বলেছেন, ‘এটা পরাটা ছিল আমার শেষ মুহূর্তের সিদ্ধান্ত। অন্য নারীরা আমাকে এটা পরতে দেখে বলেছেন, খুব চমৎকার লাগছে। আমি এটাকে স্কার্ফ হিসেবে পরার কথা ভেবেছিলাম। তবে তারা বললেন, তুমি যদি অসাধারণ কিছু করতে চাও, তাহলে এটা দিয়ে হিজাব বানিয়ে পরো।’ এই হিজাব পরার পর তিনি যেমন প্রশংসা পাচ্ছেন, তেমনি বিতর্কও দেখা দিয়েছে। ওই অনুষ্ঠানে রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের একজন মুখপাত্রের মুখোমুখি হয়েছিলেন সাবা। ট্রাম্পের মুখপাত্র বলেছিলেন, সন্ত্রাস বন্ধ করার স্বার্থে যুক্তরাষ্ট্রের সব মসজিদ বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু সাবা আহমেদ তার প্রতিবাদ করে বলেন, ‘আমরা আমেরিকান, আমরা রিপাবলিকান সমর্থক এবং আমরা মুসলিম। এই তিনটি পরিচয়ই আমার সত্তা। আমাকে কেউ এসব থেকে বঞ্চিত করতে পারবে না।’ -বিবিসি