তেলের দাম নেমে আসবে ২০ ডলারে
আগামী কয়েক সপ্তাহে বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ভয়াবহ পতন ঘটতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স।
সংস্থাটি বলছে, তেল মজুদ রাখার ব্যবস্থা শেষ হয়ে যাওয়ায় এবং উপকূলবর্তী ট্যাঙ্কারের জায়গায় নিঃশেষ হওয়ার এ অবস্থার সৃষ্টি হতে পারে।
তেলের উৎপাদন বৃদ্ধি আর এল নিনোর প্রভাবে আবহাওয়া মৃদু থাকায় প্রতি ব্যারেল তেলের দাম কমে মাত্র ২০ ডলারে নেমে আসতে পারে।
গত বছরের শুরুতে প্রতি ব্যারেল তেলের দাম ১১০ ডলার থাকলেও তা এখন কমে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে ৪০ ডলারে আর ইউরোপে ৪৪ ডলারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকটি বলছে, তবে বিশ্বের পণ্যবাজারের গতিপ্রকৃতি স্পষ্ট বুঝতে আরো বছর খানেক লাগতে পারে।