ড. ইউনূস রাষ্ট্রদ্রোহী আবদুল কাদের সিদ্দিকী নব্য রাজাকার : বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, ড. ইউনূস রাষ্ট্রদ্রোহী আর আব্দুল কাদের সিদ্দিকী নব্য রাজাকার। আমি তাকে (আব্দুল কাদের সিদ্দিকী) রাজাকার বলিনাই, বলেছি নব্য রাজাকার। কারণ মুক্তিযুদ্ধ করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। মুক্তিযুদ্ধের চেতনার উপর টিকে থাকতে হয়। তিনি গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সয়া ইসলামী আলিম মাদরাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন। মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর বক্তব্যের আগে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজহারুল ইসলাম তালুকদার (ঠান্ডু মিয়া) বক্তব্য রাখেন।
বক্তৃতার শুরুতে মন্ত্রী উপস্থিত ছাত্রদেরকে প্রশ্ন করে বলেন, তোমরাকি লেখাপড়া জানো? তোমাদেরকে কি মাস্টাররা পড়ায়? রাতে বিছানায় শুয়ে চিৎ হয়ে চিন্তা করে দেখতো? বক্তৃতার শেষ ভাগে শিক্ষকদের প্রসঙ্গে আরো বলেন রাজনৈতিক অস্থিরতা বন্ধ হলে মাস্টারদেরকে গলা টিপে ধরা যাবে।
আল্লামা শফি প্রসঙ্গে তিনি বলেন, শফি মৌলভি স্থান, কাল, পাত্র ভেদে কথা বলেন না, নাস্তিক-আস্তিকের গল্প পিটানো ছাড়া বন্ধ হবে না। এসময় তিনি হরতাল প্রসঙ্গে বলেন, আমি বলেছি যারা হরতাল করে তাদেরকে ঘর থেকে টেনে এনে হত্যা করুন। কেন বলেছিÑ দেশের আইনদ্বারা আদালত তৈরি হয়েছে। সেই আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দিয়েছে। এর বিরুদ্ধে হরতাল করতে হবে কেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা রাজাকার আলবদর ছিল তাদের বিচার হচ্ছে। তাদের বিচার হলে বিএনপি’র সমস্যা কি? বিএনপি জানে এদের বিচার হলে পরে বিএনপিকে ধরা হবে।
সামনের সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি দুর্ঘটনা ঘটেই যায়। জামায়াত-বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশে আবারও জঙ্গিবাদ কায়েম হবে। সে ক্ষেত্রে সজাগ থাকবেন। আমিও হোন্ডা-গুন্ডা পালি, পাঠাই ভোট রক্ষার জন্য।