জনপ্রিয় হচ্ছে প্লাস্টিকের ক্ষুদ্র বাংলো
মনের মতো বাড়ি তৈরি করাটা বর্তমান সময়ে অনেক বেশি ব্যয়বহুল। তবে আপনি যদি ছোট্ট একটি বাসায় একাকী বাস করতে চান, তাহলে অনেক কম খরচেই মনের মতো বাড়ি তৈরি করতে পারেন।
যারা নিজের মতো করে একাকী বসবাস করতে চান, তাদের জন্যই আমেরিকার একটি বাণিজ্যিক গ্রুপ আমেরিকান কেমিস্ট্রি কাউন্সিল মাত্র ২০০ বর্গফুট আয়তনের বাড়ি তৈরি করে দিচ্ছে। বাড়ি তৈরির উপকরণও সহজলভ্য ও ব্যতিক্রম। ব্যতিক্রমী এই উপকরণটি হলো প্লাস্টিক। প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে মনোমুগ্ধকর সিঙ্গেল বাংলো। এই বাংলোয় একটি পরিপূর্ণ অ্যাপার্টমেন্টের মতোই সব সুবিধা পাওয়া যাবে। একটি পরিচ্ছন্ন বেডরুম, লাগোয়া বাথরুম, সাথে এক চিলতে বারান্দা সবই আছে এই ক্ষুদ্র অ্যাপার্টমেন্টে। আমেরিকায় সিঙ্গেল ফ্ল্যাট অনেকদিন থেকেই চালু আছে।
আর বর্তমানে প্লাস্টিক নির্মিত বাংলো ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। আর জ্বালানি সাশ্রয়ী এসব ছোট বাংলোর নির্মাণ খরচও তুলনামূলকভাবে অনেক কম।