বিশ্বের ১৯৬টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশী পণ্য
বর্তমানে বিশ্বের ১৯৬টি দেশে বাংলাদেশী পণ্য রফতানি হচ্ছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে গতকাল রোববার সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। বাণিজ্য মন্ত্রী বলেন, রফতানি বাণিজ্যের গুণগত পরিবর্তন আনয়ন ও বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে সময়োপযোগি রফতানি নীতি ২০১৫-১৮ ঘোষণা করা হয়েছে। দেশের মোট রফতানির প্রায় ৮২ শতাংশ অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থবছরে এ খাত থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৩৭১ মিলিয়ন মার্কিন ডলার।
মো. মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিদেশে ক্ষুদ্র পণ্য রফতানি করার বিষয়ে সশস্ত্র বাহিনী বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি পরীক্ষাধীন রয়েছে।