আর্জেন্টিনায় নতুন প্রেসিডেন্ট মাক্রি
আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বিরোধী প্রার্থী ও বুয়েনোস আয়ার্সের মেয়র মৌরিশিও মাক্রি। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোটের মধ্যে ৫১.৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
ইতোমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বি সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বিদায়ী প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেয ডি কির্চনারের মনোনীত প্রার্থী ড্যানিয়েল স্কিওলি।
নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, ৯৮ শতাংশেরও বেশি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ৫১.৪ শতাংশ ভোট পেয়েছেন মাক্রি এবং তার প্রতিদ্বন্দ্বি স্কিওলি পেয়েছেন ৪৮.৬ শতাংশ।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে দেশের ৬৬ শতাংশ লোক ভোট দিয়েছেন বলে নির্বাচন কর্তৃপক্ষ জানাচ্ছে।
রোববার রাতে মাক্রির ক্যাম্পেইন হেডকোয়ার্টারে সমর্থকরা আনন্দ উল্লাস করে। তাদের উদ্দেশে মাক্রি বলেন, ‘সবাইকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য…। আপনাদের কারণেই আজ আমি এ অবস্থানে এসেছি। আজ একটি ঐতিহাসিক দিন।’
মাক্রির নির্বাচনী প্রচার কাজের ম্যানেজার মাকোর্স পেনা প্রাথমিক ফলাফলের পর বলেন, ‘আমরা ভীষণ আনন্দিত। আর্জেন্টিনায় আজ যা ঘটেছে তার জন্য আমরা খুশি।’