বাংলাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি
ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি। এর মধ্যে শুধু ঢাকা শহরেই ২ হাজার ৭৭৭টি। সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বেগম মাহজাবিন মোরশেদের (মহিলা আসন-৪৫) এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের জরিপ ২০০৮ অনুযায়ী সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ১৭৬টি। এর মধ্যে শুধু ঢাকা শহরেই ২ হাজার ৭৭৭টি।
অপর এক প্রেশ্নর জবাবে মন্ত্রী আরো বলেন, কিছু সংখ্যক হজযাত্রী হজ ভিসা নিয়ে সৌদি আরব যাওয়ার পর দেশে ফেরত না এসে বর্হিবিশ্বে অবস্থান করে দেশের ভাবমূর্তি ও স্বার্থ ক্ষুণ্ণ করছেন। জাতীয় হজ ও ওমরাহ নীতিমালার আলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, গত দুই বছরে সরকারি খরচে ৩৮১ জন হজ করেছেন। এর মধ্যে ২০১৪ সালে ১২৫ জন এবং ২০১৫ সালে ২৫৬ জন।
বেগম মাহজাবিন খালেদের (মহিলা আসন-১৮) অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হজের সময় মক্কা ট্র্যাজেডি কিংবা ক্রেন দুর্ঘটনায় এক জন এবং মিনা দুর্ঘটনায় ১৪৪ জন মোট ১৪৫ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। হজের সময় সৌদি আরবে মৃত্যুবরণকারী বাংলাদেশি কোনো হজযাত্রীর লাশ ইতোপূর্বে দেশে পাঠানো হয়নি।
কাজী ফিরোজ রশীদের (ঢাকা-৬) এ সংক্রান্ত অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্রেন দুর্ঘটনায় নিহত এবং আহত হাজিদের ক্ষতিপূরণ ঘোষণা করলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাংলাদেশ সরকারও ক্ষতিপূরণ দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।