এই শিশুরাও কি জঙ্গি ?
সিরিয়া এই মুহূর্তে একের পর এক বোমারু বিমান হানায় বিধ্বস্ত। রাশিয়া সহ অনান্য প্রথম বিশ্বের দেশের দাবি হামলা চলছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই। কিন্তু ঠিক এর উল্টো কথা বলছেন সিরিয়ার সাধারণ মানুষ।
তাঁদের দাবি একের পর এক হামলায় অনেক বেশি ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ানদের পোস্ট করা একের পর এর ছবি বলছে মিসাইলে গুঁড়িয়ে যাচ্ছে ইমারত। ভেঙে পড়ছে বসত বাড়ি। ছবিতে দেখা যাচ্ছে অসহায় শিশুদের রক্তাক্ত মুখের সারি।