প্যারিসের হামলাস্থল পরিদর্শন করলেন ডেভিড ক্যামেরুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ সোমবার জঙ্গি হামলায় আক্রান্ত প্যারিসের বাটাক্লান কনসার্ট হলটি পরিদর্শনে গিয়েছেন। গত ১৩ নভেম্বরের ওই হামলায় শুধু বাটাক্লান কনসার্ট হলেই ৯০ জন নিহত হয়েছেন। প্যারিসজুড়ে ওই হামলায় নিহত হয় মোট ১৩০ জন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও ছিলেন।
ইরাক ও সিরিয়া ভিত্তিক ইসলামি সংগঠন আইএস এর বিরুদ্ধে চলমান যুদ্ধে সহযোগিতার ব্যপারে ওঁলাদের সঙ্গে বৈঠকও করেছন ডেভিড ক্যামেরুন। বৈঠকে মধ্যপ্রাচ্যে আইএস এর ঘাঁটিগুলোর উপর ব্রিটিশ বিমান হামলার সম্ভাব্যতাও খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
ফ্রান্স আইএস এর বিরুদ্ধে একটি শক্তিশালি আন্তর্জাতিক জোট গড়ে তোলার চেষ্টা করছে। -বিবিসি