সিরিয়া অভিযানে নামছে ব্রিটেন
সিরিয়ায় আইএস নির্মূলের অভিযানে এবার যুক্ত হতে যাচ্ছে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সিরিয়ায় আইএস জেহাদিদের বিরুদ্ধে বিমান হামলার অভিযানে যুক্তরাজ্য কয়েক সপ্তাহের মধ্যেই যোগ দিতে পারে। অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন এই ইঙ্গিত দিয়েছেন। সিরিয়া সংকট মোকাবিলার জন্য কয়েক দিনের মধ্যেই নিজের পরিকল্পনা চূড়ান্ত করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তারপর এমপিরা এ নিয়ে আলোচনার সুযোগ পাবেন। এরপরেই সিরিয়ায় বিমান হামলায় অংশ নেবে ব্রিটিশ বাহিনী। সিরিয়া থেকে আইএস জিহাদিদের নির্মূল করার জন্য দেশটিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ব্যাপক পরিসরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সও সিরিয়ায় বিমান হামলার তীব্রতা বৃদ্ধি করেছে। -বিবিসি