‘ঘড়িবালকের’ ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি
‘ঘড়িবালক’ আহমেদ মোহাম্মদের কথা মনে আছে? ১৪ বছরের যে কিশোরটি টেক্সাসের এক স্কুলে নিজের হাতে বানানো ঘড়ি দেখিয়ে বিপদে পড়েছিল। ঘড়িটিকে বোমা ভেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই ‘ঘড়িবালক’ এবার ওই ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করছে।
আহমেদ মোহাম্মদের আইনজীবী জানিয়েছে, তার সাথে প্রকাশ্যে দুর্ব্যবহার করা হয়েছে। তাই এর ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ডলার প্রাপ্য তার।
আহমেদ মোহাম্মদের প্রতিনিধি হিসেবে একটি ল’ ফার্ম সোমবার ইরভিন শহর থেকে ১০ মিলিয়ন ডলার ও ইরভিন ইন্ডিপেন্ডেন্ট স্কুল থেকে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছে। পাশাপাশি এ ঘটনার জন্য আহমেদ মোহাম্মদের কাছে ক্ষমা চেয়ে চিঠিও দিতে বলেছেন। আর যদি তা না করা হয় তবে তাদের মামলার করার হুমকিও দিয়েছে।
গত সেপ্টেম্বরে আহমেদ মোহাম্মদ বাড়িতে নিজের হাতে বানানো একটি ঘড়ি স্কুলে এনে বন্ধুদের দেখায়। কিন্তু তার শিক্ষক একে বোমা ভেবে পুলিশে খবর দেয়। পরে তাকে গ্রেফতার করা হয় এবং স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে ভুল বুঝতে পেরে ছেড়ে দেয়া হয় ‘ঘড়িবালক’কে।