খামেনিকে কুরআন উপহার দিলেন পুতিন
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে পবিত্র কুরআন উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো কুরআনগুলোর একটি। একটি চমৎকার বাক্সে করে রাশিয়া থেকে কুরআনটি সঙ্গে নিয়ে এসেছেন রুশ প্রেসিডেন্ট।
সোমবার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে নেমেই ভ্লাদিমির পুতিন সরাসরি চলে যান সর্বোচ্চ নেতার কাছে। সেখানে তিনি সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন এবং পবিত্র কুরআন উপহার দেন।
খামেনি ওই মূল্যবান কুরআন শরিফটি পড়ে দেখেন এবং এ জন্য পুতিনকে ধন্যবাদ জানান।
ইরানের সর্বোচ্চ নেতা যখন কুরআন শরিফটি পড়ে দেখছিলেন তখন তার পাশেই দাঁড়িয়ে ছিলেন ভ্লাদিমির পুতিন।
পুতিন ইরানে অনুষ্ঠানরত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরাম বা জিইসিএফ শীর্ষ সম্মেলনে যোগ দিতে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মাহমুদ ভায়েজি।