ব্রিটেনে ছুটির দিনে শিশু মৃত্যুর হার বেশি
ব্রিটেনে কর্ম দিবসের তুলনায় ছুটির দিনে যেসব শিশুর জন্ম হয়, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। গবেষকরা সম্প্রতি এমনটাই জানিয়েছেন।
যুক্তরাজ্যে ১৩ লাখের বেশি শিশু জন্মের ঘটনা বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, সাপ্তাহিক ছুটির দিনে জন্ম নেয়া প্রতি এক হাজার শিশুর মধ্যে সাতটি শিশু মারা যায়।
অন্যদিকে কর্ম দিবসে জন্ম নেয়া প্রতি হাজার শিশুর মধ্যে মৃত্যুর হার ৬.৫ শতাংশ।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা বলছেন, যদিও তুলনামুলকভাবে পার্থক্য খুবই সামান্য, কিন্তু ছুটির দিনগুলোতে হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। তবে ছুটির দিনে শিশু মৃত্যুর ঘটনা বেশি হওয়ার কারণ কি, সেটা সনাক্ত করতে পারেননি গবেষকরা।
২০১০ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া শিশুদের উপর ওই গবেষণাটি করা হয়।
যুক্তরাজ্যে ছয় লাখ ৭৫ হাজার শিশু জন্মের মধ্যে গড়ে সাড়ে চার হাজার শিশু মৃত্যুর ঘটনা ঘটে। -বিবিসি