সিলেট সিটি ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিলেতে বসবাসরত সিলেট শহরের বাসিন্দাদেরকে নিয়ে গঠিত সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে এক বনাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার পুর্ব লন্ডনের ব্লুমুন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শামসুজ্জামান সাবুলের সভাপতিত্বে ও সংস্কৃতিক কর্মী তোফায়েল বাসিত তপু এবং সঙ্গীত দাশের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন সফররত সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবলু হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহ আখতারুল ইসলাম। নজরুল ইসলাম বাসনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে সংগঠনের সাধারন সম্পাদক বদরুল ইসলাম কান পাপপু,লন্ডন সফররত বিশিস্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী ফয়সল আহমেদ চৌধুরী মাহবুব কাদির শাহী, নতুনদিন সম্পাদক মহিব চৌধুর, রাজনীতিবিদ কয়েছ চৌধুরী, আব্দুল ওয়াছের চৌধুরী জুবের, আফজাল রশিদ চৌধুরী, সালেহ গজ নবী, জাহির চৌধুরী বাবর আহমদ, সেলিম হোসেন, জাকির হোসেন, মুবিন চৌধুরী ময়না, নাসিম আহমদ চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার চেয়ারম্যান এহসানুল হক তাহের, টিভির প্রেজেন্টার সায়েখ আহমেদ সওদাগর, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আহমেদ শামীম, কাজী শফিক, জিয়উল ইসলাম জিয়া, আব্দুল শহিদ, মনসুর আহমদ, আনোয়ার বাপিপ, আলম হোসেন সহ আরো অনেকে। সভায় বাবরুল ইসলাম বাবুল বলেন বিভিন্ন সময়ে রাজনৈতিক অনেক্যের কারনে সিলেটের যে পরিমান উন্নয়ন হওয়ার কথা ছিলো তা হয়নি। এ জন্য তিনি রাজনীতিবিদদের কাদা ছুড়াছুড়ি না করে সিলেটের প্রকৃত উন্নয়নে অবদানের জন্য অনুরোধ জানান। অতিতে যারা সিলেটের উন্নয়ন নিয়ে তালবাহানা করেছিলো তাদের জনগন ক্ষমা করে নি এবং বর্তমানেও সিলেটের প্রকৃত উন্নয়ন না করা হলে তা হলে ভবিষ্যতে জনগন এর সমুচিত জবাব দেবে। তিনি সিলেটের উন্নয়নে সভাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। আলোচনা শেষে বিলেতের তরুন কক্ত শিল্পী ওমিত সহ বিলেতের বিভিন্ন শিল্পীরা মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।