জনপ্রিয়তা হারাচ্ছেন বিতর্কিত রিপাবলিকান প্রার্থী ট্রাম্প
রিপাবলিকান দলের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে ১২% জনপ্রিয়তা হারিয়েছেন। সম্প্রতি ইপসোস পরিচালিত একটি জরিপে ট্রাম্পের এ ধস পরিলক্ষিত হয়।
গত ২২ নভেম্বরের জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৩% এবং ২৭ নভেম্বরের জরিপে তার জনপ্রিয়তা নেমে দাঁড়ায় ৩১%। যদিও রিপাবলিকানদের মনোনয়ন দৌড়ে এখনো ট্রাম্পই হট ফেবারিট প্রার্থী।
গত সপ্তাহে বিতর্কিত কিছু মন্তব্যের জন্য ট্রাম্প জনপ্রিয়তা হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্যারিস হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে একটি বিশেষ ডাটাবেজে মুসলিমদের নাম নিবন্ধন করা উচিত। এতে সমালোচকরা হিটলারের জার্মানীতে ইহুদিদের যেভাবে নাম নিবন্ধন করা হয়েছিল তার সাথে সাদৃশ্য খুঁজে পান। এ মন্তব্যের জন্য ট্রাম্প ব্যাপক সমালোচনার সম্মুখিন হন।
এছাড়াও নিউইয়র্ক টাইমসের একজন পঙ্গু রিপোর্টারকে ব্যঙ্গ করার পর গোটা যুক্তরাষ্ট্র জুড়েই সমালোচনার ঝড় উঠে। অবশ্য শুধু ট্রাম্পই নন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেন কারসনের জনপ্রিয়তাও অর্ধেকে নেমে এসেছে।
আরেক হেভিওয়েট রিপাবলিকান প্রার্থী বুশ পরিবারের কনিষ্ঠ সদস্য জেব বুশ মাত্র ৭% মানুষের সমর্থন লাভে সক্ষম হয়েছেন।