স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশি মেয়েদের বড় জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচেও স্কটল্যান্ডকে বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শনিবার স্বাগতিক থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে শুভসূচনার পর রবিবার স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের দল।
ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে ৫৪ রানের সহজ লক্ষ্য ১২.৪ ওভারে দুই উইকেট হারিয়ে অতিক্রম করে টাইগ্রেসরা। আয়শা রহমান ২৪ ও শারমিন আক্তার করেন ২৬ রান। দলীয় ৫৩ রানে আউট হন এ দুই ব্যাটসম্যান।
এরআগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশের স্পিনারদের দাপটে বেসামাল হয়ে পড়ে স্কটিস ব্যাটসম্যানরা। ১৯.১ ওভারে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় দলটির ইনিংস।
দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন ক্যাথরিন ব্রাইস। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। সমান ৮ রান করেছেন স্কটল্যান্ডের চার ব্যাটসম্যান।
বাংলাদেশের দুই লেগস্পিনার রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা মিলে আউট করেন প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানকে। রুমানা তিনটি ও খাদিজাতুল নেন দুটি উইকেট। এছাড়া পেসার জাহানারা আলম ও পান্না ঘোষ নেন একটি করে উইকেট। রান আউটের ফাঁদে পরেন স্কটল্যান্ডের দুই ব্যাটসম্যান।
দুই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আগামি মঙ্গলবার একই ভেন্যুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে টাইগ্রেসরা। এ ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।