বৈষম্যের শিকার অস্ট্রেলিয়ায় মুসলিমরা

Australian Muslimঅস্ট্রেলিয়াতে মুসলমানরা অমুসলিমদের তুলনায় প্রায় তিনগুণ বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। একই সাথে তারা মুখোমুখি হচ্ছেন নানা ধরনের ধর্মীয় অসহিষ্ণুতারও। অস্ট্রেলিয়ায় মুসলিমদের ওপর চালানো এক সমীক্ষায় একথা বলা হয়েছে।
যেসব মুসলিমের ওপর এই জরিপ চালানো হয়েছে তাদের ৬০ ভাগ উত্তরদাতা বলেছেন, কোনো না কোনো ভাবে ইসলামোফোবিয়া বা ইসলামভীতির অভিজ্ঞতা তাদের হয়েছে।
সিডনিতে ইসলামের ওপর আয়োজিত এক সম্মেলনে গবেষকরা বলেছেন, এধরনের বৈষম্য অব্যাহত থাকলে অল্পবয়সী মুসলিম ছেলেমেয়েরা খুব সহজেই চরমপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে।
তবে শতকরা ৮৫ ভাগেরও বেশি উত্তরদাতারা তারপরেও মনে করেন যে অস্ট্রেলিয়ায় মুসলিম ও অমুসলিমদের মধ্যে সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ।
প্রায় ৬০০ লোকের ওপর এই জরিপটি চালিয়েছে ওয়েস্টার্ন সিডনি ও চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামিক সায়েন্সেস এন্ড রিসার্চ একাডেমি।
এই গবেষণায় যিনি নেতৃত্ব দিয়েছেন, অধ্যাপক কেভিন ডান, তিনি বলেছেন, অন্যান্য সমীক্ষার সাথে এই জরিপের সামঞ্জস্য আছে। সেসব গবেষণাতেও দেখা গেছে যে অস্ট্রেলিয়াতে ইসলামভীতি অত্যন্ত প্রবল।
জরিপের কিছু উল্লেখযোগ্য তথ্য:
১. ৯৭% মনে করেন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির লোক একসাথে মিলেমিশে বসবাস করা উত্তম।
২. ৫৭% উত্তরদাতা বর্ণবাদের শিকার হয়েছেন।
৩. ৬২% অফিসে বা চাকরির সন্ধানের সময় বর্ণবাদের শিকার হয়েছেন।
৪. ৮৬% মনে করেন যে সিডনিতে মুসলিম ও অমুসলিমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। –বিবিসি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button