পুতিনকে এরদোগানের চ্যালেঞ্জ
তুরস্ক ইসলামিক স্টেটের সাথে তেল বাণিজ্য করছে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অভিযোগ করেছেন তাকে চ্যালেঞ্জ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, পুতিন তার অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি পদত্যাগ করবেন।
প্যারিসে এরদোগান বলেন, ‘আমি এখন কিছুটা কড়া কথাই বলব। এ ধরনের বিষয় যদি প্রমাণ করা যায় তাহলে আমাদের জাতির মহত্ব বজায় রেখে আমার সরে যাওয়া দরকার।’
সোমবার প্যারিসে পুতিন বলেন, ‘আমাদের বিশ্বাস করার সব রকমের কারণ রয়েছে যে, তেলের চালান নিশ্চিত রাখার জন্যই তুরস্ক আমাদের যুদ্ধবিমান বিমান ভূপাতিত করেছে।’
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে উভয় নেতাই এখন প্যারিসে অবস্থান করছেন।
এরদোগান বলেন, ‘আমি মিস্টার পুতিনকে বলব, (অভিযোগ প্রমাণ করতে না পারলে) আপনার কি পদ ধরে রাখা উচিত হবে? আমি এটা স্পষ্ট করেই বলছি।’
২৪ নভেম্বর তুরস্কের আকাশসীমায় রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করার পর রাশিয়া ক্রোধান্বিত হয়ে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করলেও তাকে আমলে নেয়নি তুরস্ক।
তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার রাশিয়ার উদ্দেশ্যে এরদোগান বলেন, ‘শান্ত থাকুন এবং আবেগের বশে কাজ করবেন না।’ তিনি বলেন, তুরস্ক তার সমস্ত তেল ও গ্যাস বৈধ পথেই আমদানি করে থাকে। এরদোগান আরও বলেন, প্রত্যেকের জানা উচিত যে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে এ ধরনের বিনিময় করবে না তুরস্ক।