লন্ডনে যুদ্ধ-বিরোধী বিক্ষোভ
সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে বিমান হামলায় ব্রিটেনের অংশ নেয়া ঠেকানোর প্রচেষ্টায় মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী লন্ডনের কেন্দ্রস্থলে সমবেত হয়েছে। তারা পার্লামেন্টে সিরিয়া সংক্রান্ত বিষয়ে ভোটের একদিন আগে এ বিক্ষোভ সমাবেশ করে।
এ ইস্যুতে বিগত চার দিনের মধ্যে লন্ডনে এটি ছিল দ্বিতীয় বড় ধরণের সমাবেশ। প্রায় চার হাজার লোক পার্লামেন্ট থেকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং প্রধান বিরোধী লেবার পার্টির সদর দপ্তরের কাছাকাছি স্থান পর্যন্ত বিক্ষোভ করে।
স্টপ দি ওয়ার কোয়ালিশন আন্দোলনে অংশ নেয়া লিন্ডসে জার্মান আফগানিস্তান, ইরাক ও লিবীয় যুদ্ধে ব্রিটেনের অংশ নেয়ার কথা উল্লেখ করে জনতার উদ্দেশে বলেন, একটি সাধারণ বিষয়ে কথা বলতে আমরা এখানে এসেছি। তা হচ্ছে সিরিয়ায় কোন বোমা হামলা নয়। এক্ষেত্রে ২০০১, ২০০৩ ও ২০১১ সালে যা করা হয়েছে, তা আর না।
তিনি বলেন, যত খারাপ পরিস্থিতিরই উদ্ভব হোক না কেন আর কোন দেশের বিরুদ্ধে বোমা হামলা চালানো যাবে না।
উল্লেখ্য, বুধবার ব্রিটেনের পার্লামেন্টে এ সংক্রান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এতে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেয়ার পক্ষে বেশী ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি হলে ব্রিটেন আগামী কয়েক দিনের মধ্যে আইএস বিরোধী অভিযানে অংশ নেয়ার সুযোগ পাবে। –বাসস