যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধীদের জন্য সেবামূলক একটি সংস্থায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪ নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর সেখানে অভিযান চালাচ্ছে পুলিশ।
বুধবার স্থানীয় সময় বিকালে ক্যালিফোর্নিয়ার স্যানবার্নারডিনোতে অবস্থিত আন্তদেশীয় আঞ্চলিক কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।
সান বার্নারডিনো শহরের দমকল বিভাগ বলছে তারা ‘গুলিতে ২০ জন হতাহত’ হবার একটি ঘটনা মোকাবেলা করছে এবং ঐ এলাকাটি খালি করার চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের খবরে বলা হচ্ছে, গুলির ঘটনায় ১৪ জন নিহত হয়েছে, তবে পুলিশ এখনো এই সংখ্যা নিশ্চিত করেনি।
পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘ঘটনাটি এখনো চলমান’ এবং পুলিশ পুরো ভবনটির নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছে।
তিনি বলেন, তিনজন পর্যন্ত বন্দুকধারী ঐ হামলায় অংশ নিয়ে থাকতে পারে এবং তারা ভারী অস্ত্রে সজ্জিত। –বিবিসি বাংলা