টাওয়ার হ্যামলেটস-এ চালু হচ্ছে নতুন ফ্রি সেকেন্ডারী স্কুল
২০১৪ সালের সেপ্টেম্বরে টাওয়ার হ্যামলেটস এলাকায় ‘‘লন্ডন এন্ডাপ্রাইজ একাডেমী নামে’’ সম্পুর্ণ ব্যাতিক্রমধর্মী একটি ফ্রি সেকেন্ডারী স্কুল চালু হচ্ছে। এতে প্রথম ধাপে এগারো থেকে ষোলবছর বয়সী ৬০০ শিক্ষার্থীর ভর্তি হওয়ার সুযোগ থাকছে। পর্য্যায় ক্রমে আসন সংখ্যা আরো বাড়ানো হবে। ইতিমধ্যেই প্রতিষ্টানটির অনেক কাজ এগিয়ে চলছে, প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পেয়েছেন ফরেষ্টগেট সেকেন্ডারী স্কুলের সহকারী প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মিঃ আসিদ আলী। এই স্কুলটি প্রতিষ্টার পেছনে তিনি কয়েক বছর যাবত বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন। একজন দক্ষ শিক্ষক হিসেবে রয়েছে তার দীর্ঘ দিনের অভিজ্ঞতা। মি: আলী আজ থেকে ছয় বছর পূর্বে ফরেষ্ট গেট সেকেন্ডারী স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। ইতিপূর্বে তিনি টাওয়ার হ্যামলেটস এলাকায় শিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি ট্রাষ্ট সাপোর্টেড ডিএফই এডুকেশন এডভাইজর ও সিনিয়র ল্যাকচার এটদ্যা ইষ্ট লন্ডন ইউনিভারসিটি কর্তৃক ইন্ডার ভিউয়ে কৃতকার্য হন। এর পূর্বে তিনি ডিরেক্টর অব লার্নিং এট বেথনালগ্রীন
একাডেমী ও হেড অব হিউম্যানেটিজ এবং জিওগ্রাফী ষ্টেপনী গ্রীন স্কুলে কয়েক বছর কাজ করেছেন। এছাড়া তিনি ওল্ডহ্যামের রেডক্লিপ স্কুলে জিওগ্রাফীর শিক্ষক হিসেবে কাজ করেছেন দীর্ঘ দিন। মিঃ আলী বলেন আমি জানি টাওয়ার হ্যামলেটসে সেকেন্ডারী স্কুল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী বিশেষ ভ‚মিকা রাখতে সক্ষম হবে। আর এটি হবে বারার সব চেয়ে হাইয়েষ্ট স্টেন্ডার স্কুল। স্কুল খোলার পূর্বে মাস ব্যাপী শিক্ষার্থী ও অভিবাবকদের সাথে ধারাবাহিক মিটিং করার পরিকল্পনা আছে তাদের। লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর গভর্নিং বডির চেয়ার শাহিনা আলম বলেন
এটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে আমার বিশ্বাস এটি হবে এই বারার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্টান। এরই ধারাবাহিকতায় শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত ওসমানী সেন্টার ৫৮ আন্ডারউড রোড লন্ডন ই-১ ৫এ-ডবলিউ, রোববার ৮ সেপ্টেম্বর দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত ষ্টারলিং কমিউনিটি সেন্টার ৬৩ মারথা ষ্ট্রিট লন্ডন ই-১-২পিএ, শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুর বারটা থেকে দুটা পর্যন্ত হোয়াইট চ্যাপল আইডিয়া ষ্টোর হোয়াইট চ্যাপল রোড লন্ডন ই-১-১ বিইউ, শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত ক্রিপস ষ্ট্রিট আইডিয়া ষ্টোর ইষ্ট ইন্ডিয়া ডক রোড পপলার ই১৪- ৬বিটি তে অপেনিং ডে তারিখ নির্ধারন করা হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে হলে ডবলিউ ডবলিউ ডবলিউ.লন্ডন এন্টারপ্রাইজ. অর্গ এ লগ করলে বিস্তারিত জানা যাবে। -এনএনবি-লন্ডন