সিরিয়ায় ব্রিটেনের বিমান হামলা শুরু
সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ব্রিটেন। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে সামরিক অভিযানের অনুমতি দেয়ার পরপরই এই হামলা চালানো হয়। তবে এসব বিমান থেকে সিরিয়ার ঠিক কোন এলাকায় কয়টি অবস্থানে হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের আরএএফ অ্যাক্রোটিরি ঘাঁটি থেকে কমপক্ষে ৪টি যুদ্ধবিমান এ অভিযানে অংশ নেয়।
দীর্ঘ আলোচনা শেষে পার্লামেন্টের অনুমতি পাওয়ার পরপরই এই অভিযান চালানো হয়।
এর আগে আইএস দমনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিমান অভিযানের প্রস্তাব পার্লামেন্টে পাস হয়। তার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ৩৯৭টি ও বিপক্ষে ২২৩টি।
বিরোধীদলের প্রধান জেরমি করবিন প্রস্তাবের বিরোধিতা করলেও তার দল লেবার পার্টির ৬৬ জন সদস্য বিমান অভিযানের পক্ষে ভোট দেন।