মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার কেদাহ রাজ্যে অভিযান চালিয়ে ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। মঙ্গলবার কেদাহ’র একটি কাঠের কারখানায় অভিযান চালিয়ে মোট ৮৯ জন বিদেশিকে আটক করা হয়।
বৃহস্পতিবার মালয়েশিয়ার স্টার অনলাইনে প্রকাশিত ঐ সংবাদে বলা হয়, অভিবাসন পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম জানিয়েছেন, অভিযান চালিয়ে ২৬ নেপালি, ২১ ইন্দোনেশীয়, ২১ ভিয়েতনামি, ১৫ বাংলাদেশি, ২ চাইনিজ, ২ পাকিস্তানি, ১ ক্যাম্বোডিয়ান ও ১ মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
তিনি জানান, কাঠ কারখানায় চীনের মেশিনে কাঠ প্রক্রিয়াজাত করা হয়। এরা সবাই এটার চাকুরিজীবি।
বাংলাদেশি আটকের ব্যাপারে সেখানাকার হাইকমিশন এখনো কোন সংবাদ পায়নি।