সিরিয়া যুদ্ধের অবসানে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন : রুশনারা
সিরিয়ায় যুক্তরাজ্যের বিমান হামলার বিরোধিতা করে ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেছেন, সিরিয়ায় সরকারের বিমান অভিযান বাড়ানোকে আমি সমর্থন করি না। সিরিয়ায় যুদ্ধের অবসান ঘটাতে প্রয়োজন আন্তর্জাতিক গোষ্ঠীর মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা। এর পাশাপাশি আইএস’কে পরাস্ত করতে একটি কার্যকর স্থল অভিযান প্রয়োজন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপি।
তিনি বলেন, বিমান হামলা কোন কার্যকর ও গ্রহণযোগ্য ফল বয়ে নিয়ে আসবে না। একটি গ্রহণযোগ্য স্থল অভিযান পরিচালনা করা প্রয়োজন। আর তাতে আন্তর্জাতিক চালিকা শক্তিসমূহের অর্ন্তভূত রাশিয়া ও ইরানকেও সংযুক্ত করতে হবে।
রুশনারা বলেন, সিরিয়ার দূর ভবিষ্যত নিয়ে আমাদের ভাবা জরুরি। আসাদ পরবর্তি সরকার ও তার ক্ষমতা পরিবর্তন বিষয়ে ভিয়েনা চুক্তি সামনে নিয়ে আসতে হবে।
উল্লেখ্য, গতকাল যুক্তরাজ্যের এমপিরা ভোটাভুটির মাধ্যমে সিরিয়ায় বিমান হামলা চালানোর জন্য সরকারকে অনুমতি প্রদান করেন।