পাকিস্তানের শীর্ষ আলেম আব্দুল মজিদ নদীম আর নেই
উপমহাদেশের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব, সুবক্তা, পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আব্দুল মজিদ নদীম আর নেই। তিনি আজ (৩ ডিসেম্বর) সকালে পাকিস্তানে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজি উন।
জীবিতাবস্থায় মাওলানা আব্দুল মজিদ নদীম বেশ কয়েকবার সিলেটে আগমন করেন ও বিভিন্ন জলসায় বক্তব্য রাখেন। তিনি জমিয়তে উলামোয়ে ইসলাম পাকিস্তান এর একজন কর্নধার ছিলেন।
মাওলানা আব্দুল মজিদ নাদিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি আল্লামা আব্দুল মোমিন, সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুথ। বিশ্ববরেন্য এই আলেমে দ্বীনের ইন্তেকালে তারা এক বিবৃতিতে বলেন মুসলিম বিশ্ব ইসলামের একজন সত্যিকারের ভাষ্যকার, খাদেমকে হারালো। আল্লাহ রাব্বুল আ’লামীন উনাকে জান্নাতে উচ্চ মাক্বাম দান করুন।